আপনি সরাসরি BTCL থেকে অথবা আমাদের মাধ্যমেও Edu & BD Domain কিনতে পারবেন
ব্যক্তিগত পর্যায়ে ডোমেইন নিবন্ধনের নিয়মপদ্ধতি
- প্রয়োজনীয় ডকুমেন্ট হালনাগাদবিহীন হলে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট ডোমেইন নিবন্ধনের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট অসত্য, জাল (fake), পরিবর্তিত (edited) বা নকল বলে প্রতিভাত হলে কর্তৃপক্ষ যেকোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারে।
ক) যেকোনো Individual/ব্যক্তি .com.bd বা .বাংলা ডোমেই ননিবন্ধন করতে চাইলে নিম্নোক্ত কম্বিনেশনে তা নিবন্ধন করতে পারবেন-
১। আপলোডকৃত জাতীয় পরিচয় পত্রের নামের সাথে ডোমেইন নামের মিল থাকতে হবে। সেক্ষেত্রে ব্যক্তির নামের অন্ততঃ একটি পূর্ণ অংশ* দিয়ে গঠিত ডোমেইন নিবন্ধন করা যাবে। যেমন- Md. Ali Chowdhury নামবিশিষ্ট ব্যক্তি ali.com.bd, mdali.com.bd, alich.com.bd, chowdhury.com.bd, আলী.বাংলা ইত্যাদি কম্বিনেশনের ডোমেইন নিবন্ধন করতে পারবেন।
২।ব্যক্তির নামের সংক্ষিপ্ত রুপ (acronym) দিয়ে .com.bd বা .বাংলা ডোমেইন নিবন্ধন করা যাবেনা। যেমনঃ Md. Ali Chowdhury নাম বিশিষ্ট ব্যক্তি mac.com.bd ডোমেইন নিবন্ধন করতে পারবেননা।
৩। .info.bd নিবন্ধনের ক্ষেত্রে ব্যক্তির নামের সাথে ডোমেইন নামের মিল থাকার উল্লিখিত বাধ্যবাধকতা নেই।
*নামের অংশ অন্ততঃ তিন অক্ষর বিশিষ্ট হবে যা স্পেস (“ ”) দ্বারা পৃথকীকৃত
স্কুল কলেজ ডোমেইন নিবন্ধনের নিয়মপদ্ধতি
- স্কুল-কলেজের আপডেট মঞ্জুরী নবায়নের কপি
- নির্দিষ্ট ফর্মেটে প্রতিষ্ঠানের প্যাডে অ্যাপ্লিকেশন
প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডোমেইন নিবন্ধনের নিয়মপদ্ধতি
- প্রয়োজনীয় ডকুমেন্ট হালনাগাদবিহীন হলে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট ডোমেইন নিবন্ধনের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট অসত্য, জাল (fake), পরিবর্তিত (edited) বা নকল বলে প্রতিভাত হলে কর্তৃপক্ষ যেকোনো আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারে।
ক) বাণিজ্যিক প্রতিষ্ঠান .com.bd বা .বাংলা ডোমেইন নিবন্ধন করতে চাইলে নিম্নোক্ত কম্বিনেশনে তা নিবন্ধন করতে পারবেন-
১। আপলোডকৃত ট্রেড লাইসেন্স কিংবা Register of Joint Stock of Company-র সনদে প্রতিষ্ঠানটির বর্ণিত নামের সাথে ডোমেইন নামের মিল থাকতে হবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের অন্ততঃ একটি পূর্ণ মূল অংশ দিয়ে গঠিত ডোমেইন নিবন্ধন করা যাবে। যেমন- ABC Food Company Limited নামবিশিষ্ট প্রতিষ্ঠান abc.com.bd, abcfood.com.bd, abcfcl.com.bd, এবিসি.বাংলা ইত্যাদি কম্বিনেশনের ডোমেইন নিবন্ধন করতে পারবেন।
২। উল্লিখিত ডকুমেন্টে প্রতিষ্ঠানের বর্ণিত নামের সংক্ষিপ্ত রুপ (acronym) দিয়ে .com.bd বা .বাংলা ডোমেইন নিবন্ধন করা যাবে না। যেমনঃ ABC Food Company Limited নামবিশিষ্ট প্রতিষ্ঠান afcl.com.bd ডোমেইন নিবন্ধন করতে পারবেন না।
৩। উল্লিখিত ডকুমেন্টে প্রতিষ্ঠানের বর্ণিত নাম ব্যাতিরেকে অন্য কোন ভিন্ন নাম ব্যবহার করে .com.bd বা .বাংলা ডোমেইন নিবন্ধন করতে চাইলে গ্রাহককে যথাযথ কর্তৃপক্ষ থেকে উক্ত নাম এর ট্রেডমার্ক / ট্রেডনেম / কপিরাইট সনদ সংযুক্ত করতে হবে।
৪। .info.bd নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইন নামের মিল থাকার কোন বাধ্যবাধকতা নেই।
খ) বাণিজ্যিক বাদে অন্যান্য প্রতিষ্ঠানের ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইন নামের মিল থাকার উল্লিখিত বাধ্যবাধকতা নেই।